বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

News News

Desk

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় একটি দোকানের মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে অসুস্থ হয়ে পড়েন সোনালি ব্যাংকের এক কর্মকর্তা। এ ঘটনার পর উপজেলা প্রশাসন ওই দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ এবং অভিযুক্ত ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের জাকির টি স্টোর থেকে একটি কেক কেনেন স্থানীয় সোনালি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সুমন মিত্র। এর কিছুক্ষণের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার খাওয়া কেকটি ছিল মেয়াদোত্তীর্ণ।

এ খবর জানাজানি হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জাকির টি স্টোরে অভিযান চালায়।

এ সময় তার দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কেকসহ অন্যান্য পণ্য জব্দ করে ধ্বংস এবং অভিযুক্ত দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুকলাল শিকদার, থানার এসআই শফিকুর রহমান, ভূমি অফিসের নাজির সোহেল আমিনসহ অন্যরা অভিযানে সহায়তা করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন