বরিশালের বানারীপাড়ায় অবৈধ দুটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

News News

Desk

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশালের বানারীপাড়া উপজেলায় অবৈধ দুটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পাঁচটি ইটভাটার চিমনি ও কিলন গুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের অভিযানে এ জরিমানা করেন নির্বাহী হাকিম সুলতা সালেহা সুমি।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ বলেন, ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা গড়ে তোলার অভিযোগে উপজেলার দক্ষিণ বাইশারী এলাকার ড্রাম চিমনীযুক্ত মো. হায়দারী আলীর মেসার্স এবিবি ব্রিকস, মোতাহর আলী মোল্লার মেসার্স নূর ব্রিকস,

মো. নুরুল ইসলামের মেসার্স মিহান ব্রিকস ও মেসার্স আল্লারদান ব্রিকস এবং বাইশারী এলাকায় সকিনা বেগমের জিগজ্যাগ পদ্ধতির মেসার্স শিরীন ব্রিক ফিল্ড-২ এর কিলন ও চিমনী গুড়িয়ে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া ড্রাম চিমনিযুক্ত মো. নুরুল ইসলামের মেসার্স আল্লারদান ব্রিকসকে দুই লাখ টাকা এবং মেসার্স শিরীন ব্রিকস ফিল্ড-২ এর মালিক সকিনা বেগমকে তিন লাখ টাকা টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

অভিযানে র‌্যাব-৮, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের একটি করে দল সহযোগিতা করেন।

 

 


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড