
মনিরুল ইসলাম : উচ্ছৃঙ্খল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী বখাটেদের হাতে বরিশালের হিরন স্কয়ার। সচেতন মহল বলছেন প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন তৈরি পাবলিক স্কয়ার (বর্তমান হিরন স্কয়ার) এখন কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবকের গলার কাটা হয়ে দাড়িয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অভিভাবকরা।
বিকেল হলেই গভীর রাত অবধি বখাটে ও উঠতি বয়সের ছাত্র-ছাত্রীদের পরিবারকে ফাঁকি দিয়ে বাজে বন্ধুর সাথে আড্ডা দেবার অভয়ারণ্য হয়ে উঠেছে হিরন স্কয়ার। অবাধে ঘুরে বেড়াচ্ছে স্কুল- কলেজ পড়ুয়া উঠতি বয়সের ছেলে-মেয়েরা।
আসমা বেগম নামের এক অভিভাবক জানান, মানুষ এটার সুফল সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র থাকা কালিন অবস্থায় পেলেও শেষ সময়ে তার ধারাবাহিকতা ভেঙ্গে পড়েছে। নগরীর ব্যস্ততম শহরের মানুষ গুলোর পরিবারের সদস্যদের নিয়ে এখানে সময় কাটানোর ইচ্ছে থাকলেও তা হয়ে উঠছেনা।
একাধিক শিক্ষার্থী বলেন, বিকেল হলেই ২০/২৫ জন বখাটে ছেলেরা পাবলিক প্লেসে ধুমপান-মাদক সেবন করাসহ উৎশৃঙ্খল ভাবে চলা ফেরা করে এবং বাজে ভাষায় এখানে অবসর সময়ে ঘুরতে আসা শিক্ষার্থীদের ইভটিজিং করাই হলো এদের কাজ। তারা বিশেষ কোন রাজনৈতিক ছত্রছায়ায় এমনটা করছে বলে মনে করেন শিক্ষার্থীরা ।
নগরবাসীর দাবি করেন, প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন তৈরি পাবলিক স্কয়ার (বর্তমান হিরন স্কয়ার) সহ মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) এখন সামাজিক পরিবেশ হারিয়েছে । এখন কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অভিভাবকের গলার কাটা হয়ে দাড়িয়েছে স্থানগুলো। হিরন স্কয়ার সহ বরিশালের সকল পাবলিক প্লেস গুলো পুনরায় প্রশাসনের হস্তক্ষেপে সাধারন মানুষের পরিবারের সাথে সময় কাটানোর একটি পরিবেশ তৈরি করা হোক।