বরিশালকে ৮ উইকেটে হারাল খুলনা News News Desk প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪ অনলাইন ডেস্ক : রানের পাহাড় সামনে নিয়ে খেলতে নেমে মোটেও খেই হারায়নি খুলনা টাইগার্সের ব্যাটাররা। ফরচুন বরিশালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। এই ম্যাচে ৪৪ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক বিজয়। তার আগে ঝড় তুলেছিলেন এভিন লুইস। ২২ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আফিফ হোসেনও ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন। আর সবশেষ ১০ বলে ২৫ রানে ঝোড়ো ইনিংস খেলে খুলনার জয় নিশ্চিত করেছেন শাই হোপ। এর আগে বরিশালের তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরাও ভালোই করেছিলেন ব্যাটে। তাদের ব্যাটে ভর করেই খুলনা টাইগার্সকে ১৮৮ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। বিপিএলের ষষ্ঠ ম্যাচে ওপেন করতে নেমে ৩৩ বলে ৪০ রান করেন তামিম। ইব্রাহিম জাদরান ১৬ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন। ১০ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংস খেলা সৌম্য সরকার অবশ্য থিতু হতে পারেননি। তবে তাল সামলে বরিশালকে সামনের দিকে এগিয়ে নেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। এই রান তুলতে ৩৯টি বল মোকাবেলা করেছেন তিনি। আরেক অভিজ্ঞ ব্যাটার রিয়াদও দারুণ খেলেছেন। ১৯ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন ক্রাইসিস ম্যান হিসেবে পরিচিত রিয়াদ। ফলে চার উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে বরিশাল। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES খেলাধুলা বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড