বরিশালে অ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

News News

Desk

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশালে মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী (অনুর্ধ্ব-১৬)।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. রিয়াদুল ইসলাম।

এছাড়া জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাসব্যাপী অ্যাথলেটিক্সসহ ১৭টি গ্রামীণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড