চরফ্যাশনে মাছ শিকার করতে গিয়ে নদীতে ডুবে ট্রলার মালিকের মৃৃত্যু

News News

Desk

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪

আমির হোসেন, চরফ্যাশন : চরফ্যাশন উপজেলার মেঘনায় মাছ শিকার করতে গিয়ে মো. আরিফ (৩২) নামে এক ট্রলার মালিকের প্রচন্ড শীতে মৃত্যু হয়েছে। নদীতে নোঙ্গর ফেলতে গিয়ে নোঙ্গর সাথে প্যাচিয়ে চাপা পড়ে পানিতে ডুবে মারা যান তিনি।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার চর জহিরউদ্দিন বরিশাইল্লাহ খাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত ট্রলার মালিক আরিফ চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম ওরফে মিন্টু মাঝির ছেলে ।

ট্রলারে থাকা নাসির মাঝি জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর বেলা চর জহিরউদ্দীন সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলার সময় জালের সাথে থাকা গেরাপিতে চাপা পড়ে ট্রলারের মালিক আরিফ নদীতে নিখোঁজ হন।

ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় জেলেরা তার লাশ উদ্ধার করে। দক্ষিণ আইচা থানা ওসি সাঈদ আহমেদ বলেন, মো. আরিফ নামে এক ট্রলার মালিক নদীতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি।

ধারণা করা হচ্ছে নদীতে পড়ে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।