বরিশালে পৃথক দুই ধর্ষণের মামলায়, ২ ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড News News Desk প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪ অনলাইন ডেস্ক : বরিশাল নগরী ও উজিরপুর উপজেলায় পৃথক দুই ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৯ জানুয়ারি) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দিয়েছেন। বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল নগরীর কেরানী বাড়ির পুল মাদ্রাসা সংলগ্ন এসপি বাড়ির ভাড়াটিয়া ও ভোলা সদর থানার বেলুমিয়ার চর এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে মো. সোহাগ এবং উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বারই কান্দি এলাকার আশ্রাব আলী হাওলাদারের ছেলে খলিল হাওলাদার। রায় ঘোষণার সময় তারা দুইজনই আদালতে অনুপস্থিত ছিলেন। বেঞ্চ সহকারী হুমায়ন কবির মামলার বরাতে বলেন, ২০০৫ সালের ১ এপ্রিল একই বাড়ির বাসিন্দা এক শিশুকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ৯ এপ্রিল খলিল হাওলাদারকে অভিযুক্ত করে উজিরপুর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন অর রশিদ ২০০৫ সালের ২০ জুন খলিলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। পরে বিচারক ১৩ জনের মধ্যে ছয়জনের সাক্ষ্য নিয়ে এ রায় দিয়েছেন। অপর মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৪ সালের ২৪ এপ্রিল বরিশাল নগরীর কেরানী বাড়ির পুল সংলগ্ন এসপি বাড়ির ভাড়াটিয়া ঘরে নিয়ে এক কিশোরীর মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। তখন কিশোরীর চাচাকে খবর দিয়ে তার কাছে দেওয়া হয়। পরে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই বছরের ১ মে কোতয়ালি মডেল থানায় মামলা করেন কিশোরীর বাবা। একমাত্র সোহাগকে অভিযুক্ত করে করা মামলা ওই বছরের ২৭ জুলাই আদালতে চার্জশিট জমা দেন কোতয়ালি মডেল থানার এসআই আবু তাহের। এ ঘটনাতে বিচারক ছয়জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন বলে বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানিয়েছেন। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আইন আদালত বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড