বরিশাল-ঢাকা মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত News News Desk প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪ অনলাইন ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনার পর ঘাতক বাসসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশ। গৌরনদী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলো। অপরদিকে বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেলে দুই জন আরোহী বরিশালের দিকে যাচ্ছিলো। বাসটি আশোকাঠী এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়। এদের মধ্যে একজনের নাম শেখ ইয়াজ উদ্দিন কামাল (৩২)। তাৎক্ষনিক অপর জনের নাম জানাতে পারেননি তিনি। নিহত দুই জনের বাড়ি জেলার মুলাদী উপজেলায় বলে নিশ্চিত করেছেন ওসি। দুর্ঘটনার পর পুলিশ ঘাটত বাসসহ এর চালক মিন্টু মিস্ত্রি (৩৪) ও হেলপার রবিন হাওলাদারকে (২৩) আটক করে বলে জানান গৌরনদী থানার ওসি মো. আনোয়ার হোসেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: