শীতের আগমনে বরিশালে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পাড় করছে কারিগররা

News News

Desk

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

সাজ্জাদ হোসেন হৃদয় : কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সকাল। সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীত। রাতে ঝরছে কুয়াশা। ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। পাতলা কাঁথার মানছে না শীত। তাই হিমেল ঠান্ডা থেকে রক্ষা পেতে প্রয়োজন লেপের উষ্ণতার। শীতের তীব্রতা বাড়ার আগেই মানুষ ভিড় জমাচ্ছে লেপ তোষক তৈরির বেডিং স্টোরগুলোতে।

এরই সঙ্গে ব্যস্ততা বেড়েছে বরিশাল শহরের লেপ তোষক তৈরির কারিগর (ধুনকর) ও ব্যবসায়ীদের। শহরে প্রায় শতাধিক লেপ-তোষক তৈরির দোকানে এখন রাত-দিন ব্যস্ত সময় পার করছেন ধুনকররা।

শীতের আগমনকে কেন্দ্র করে দোকানগুলোতে লেপ-তোষক বিক্রি বেড়েছে কয়েকগুণ। এছাড়া ভ্রাম্যমাণ লেপ-তোশক ব্যবসায়ীদের আনাগোনাও বেড়েছে গাইবান্ধা জেলার সাত উপজেলার বিভিন্ন হাট-বাজার ও রাস্তা ঘাটে