আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাহিয়া মাহি News News Desk প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩ অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচনের জন্য শনিবার বিকালে তিনি এই ফরম কিনেন। শনিবার (১৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা। মাহিয়া মাহি বলেন, ‘আজ শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসব। তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।’ সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES বিনোদন বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড