রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৯ দিনে গ্রেপ্তার ১৫৫৪

News News

Desk

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : গত ২৮ অক্টোবরে সহিংসতা ও সোমবার (০৬ নভেম্বর) আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত নয় দিনে রাজধানীতে এক হাজার পাঁচশ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (০৫ নভেম্বর) সর্বশেষ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ ও সর্বশেষ ৫ নভেম্বর ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ২৮ অক্টোবর ও পরবর্তি সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগে মোট ১০২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রমনা বিভাগের বিভিন্ন থানায় ১১টি, লালবাগে ৫টি, মতিঝিলে ৩৩টি, ওয়ারীতে ১৫টি, তেজগাঁওয়ে ৫টি, মিরপুরে ১৮টি, গুলশানে ১১টি ও উত্তরায় ৪টি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম