বরিশাল নগরীর ২৭টি সড়ক ও ১৬টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন News News Desk প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর ২৭টি সড়ক ও ১৬টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ। সোমবার (০৬ নভেম্বর) দুপুর ২টায় নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুরু করেন তিনি। দায়িত্বপালনের শেষ দিকে এসব সড়ক ও ড্রেন নির্মাণ করেন মেয়র সাদিক। পরে অন্যান্য এলাকা ঘুরে উন্নয়ন কাজ উদ্বোধন করেন তিনি। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর এবং ঠিকাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। ৫ বছরের মেয়াদ পূর্তির ৫ দিন আগে আগামী ৯ নভেম্বর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন মেয়র সাদিক আবদুল্লাহ। এ কারণে শেষ সময়ে ২৭টি সড়ক ও ১৬টি নির্মিত ড্রেনের উদ্বোধন করেন তিনি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: