গুলশান থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গ্রেফতার

News News

Desk

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

অনলাইন ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় তাকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মোরশেদ হাসান খান।

জহির উদ্দিন স্বপন বিএনপির আরও দুটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

এর মধ্যে তিনি বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক পদে রয়েছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন