উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করতে বরিশালে মানববন্ধন News News Desk প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩ ছবি : শাইখ শুভ অনলাইন ডেস্ক : উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে বরিশালে সমাবেশ করেছে প্রান্তজন নামে একটি সামাজিক সংগঠন। সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কনজুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) সাধারণ সম্পাদক রনজিৎ দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী, সামাজিক সংগঠন আরোহীর নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, এনডিএসের নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সিডিপির সমন্বয়কারী রাশেদ, প্রান্তজনের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম শাহাজাদা। সমাবেশে বক্তারা উপকূলের প্রতিটি মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। সূত্র : বিডিক্রাইম SHARES প্রচ্ছদ বিষয়: