ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ

News News

Desk

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩
ছবি : শাইখ শুভ

শামীম আহমেদ : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে ও ফিলিস্তিতি ভূখন্ড ফিরিয়ে দেওয়ার দাবীতে বরিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনের ভূখন্ড ফিরিয়ে দেয়ার’ দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, ৪৮ বছর ধরে ফিলিস্তিনের উপর আমেরিকার মদদে ইসরায়েলের আগ্রাসন ও জাতিসংঘের নিস্ত্রিয়তা পুরো বিশ্ববাসীর জন্য লজ্জাজনক। গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েলে হামাসের একটি হামলাকে পুঁজি করে ইসরায়েল গাজা দখল করার জন্য এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে।

বক্তারা বলেন, আমরা কোন মৃত্যুই সমর্থক না। কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হবার পিছনে ইসরায়েলের ৪৮ বছরের নৃশংস আগ্রাসন ও বিশ্বনেতাদের নিস্ত্রিয়তা দায়ী। হামাসের হামলার আগেও শুধু এবছরই ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ২০০ মানুষ নিহত হয়েছে।

হামাসের হামলার পর থেকে ইসরায়েলের বিমান হামলায় এপর্যন্ত ১৫০০ জনেরও বেশি নারী-শিশু নিহত হয়েছে। ইসরায়েল গাজায় বিমান থেকে ৬০০০ বোমা ফেলার পর আবার আজ থেকে গাজায় স্থল অভিযান শুরু করতে যাচ্ছে। দিনে-দুপুরে ফিলিস্তিনি রাষ্ট্রকে দখল করার এই অমানবিক নৃশংসতা বিশ্ববাসীর জন্য লজ্জার।

বক্তারা অবিলম্বে ইসরায়েলী হামলা বন্ধ করার জন্য জাতিসংঘ ও বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহবান জানান ও ফিলিস্তিনিদের মাতৃভূমি তাদের ফিরিয়ে দেয়ার আহবান জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।