আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ বিক্রেতাকে জরিমানা

News News

Desk

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত ইলিশ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সদর বাজারে ইলিশ মাছ বিক্রি করছিলেন উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের চান মিয়ার ছেলে সোহেল মিয়া।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের আদালত অভিযান চালিয়ে মাছ বিক্রেতা সোহেল মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ সময় জব্দ করা ছয় কেজি ইলিশ মাছ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, পেশকার নাজির সোহেল আমিন প্রমুখ।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম