কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার News News Desk প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) দুপুরে সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহটি জোয়ারের সময় সমুদ্র থেকে তীরে ভেসে আসে। স্থানীয়রা দেখে পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশে খবর দেয়। পরে তারা এসে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। তবে শরীরের উপরিভাগে দড়ি দিয়ে বাধা অবস্থায় ছিলো বলে জানায় স্থানীয়রা। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় সনাক্ত করেতে পারেনি কেউ। তবে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। সত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: