ভোলায় নদীর বাঁধের সিসি ব্লক ধসে ১ নারী নিহত

News News

Desk

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

অনলাইন ডেস্ক : ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীর রক্ষার সিসি ব্লক ধসে লাইজু (৩৮) নামে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। এসময় এক শিশুসহ আহত হয়েছেন পাঁচজন।

সোমবার (০২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটের পার্শ্ববর্তী মাছঘাট এলাকায় ব্লক ধসের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্লক ধসের ঘটনায় ওই স্থানে দাঁড়িয়ে থাকা বাক প্রতিবন্ধী লাইজু বেগমসহ আরও অনেকে নদীতে তলিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করেন। পরে লাইজু বেগমের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে যান।

স্থানীয়রা জনান, ঘটনাস্থলের কাছেই লাইজুর বাড়ি। কয়েক বছর আগে তিন সন্তান রেখে লাইজুর স্বামী মারা যান। অসহায় দরিদ্র লাইজু মাঝে মধ্যে জেলেদের কাছ থেকে মাছ চেয়ে নিতেন। আজও মাছ নিতে এসেছিলেন।

এ ঘটনায় বেদে পল্লীর এক শিশুও তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন