বরিশালে ওয়াকার্স পার্টির লাল পতাকার বিক্ষোভ সমাবেশ

News News

Desk

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

শামীম আহমেদ : নির্বাচন আমাদের মাথা ব্যাথাও অমাদের। বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিনীদের হস্তক্ষেপ ববন্ধ করা সহ বাজারের সরকারের নিয়ন্ত্রন আরোপ কর। ও ব্যবসায়ীদের সেন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবীতে লাল পতাকার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি, বরিশাল জেলা কমিটি। শনিবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ টিপুু সুলতান, জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য মোজাম্মেল হক ফিরোজ,শাহিন হোসেন,এম.এ গফুর মোল্লা,এইচ,এম হারুন, সাবেক ছাত্র নেতা শামীল শাহরুখ তমাল প্রমুখ।

এসময় বিক্ষোভ সমাবেশে সাবেক সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান বলেন, আমাদের আমিরিকার সেঙ্কশনে কিছু আসে যায় না।

আমার দেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধিন করা হয়েছে আমরা একটি সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই, আমার একটি অসাম্প্রাদিক সোনার বাংলা গড়ে তুলব। একই সময় তিনি দেশের বাজার দর নিয়ন্ত্রন করতে ব্যার্থ হওয়ার জন্য বানিজ্যমন্ত্রী টিপু মন্সির পদত্যাগ দাবী জানান।

পরে একটি লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফকিরবাড়ি রোডস্থ জেলা কমিটির কার্যলয় এসে শেষ হয়।