বরিশালে মেয়ের বাড়ি থেকে বের হয়ে বৃদ্ধ নিখোঁজ

News News

Desk

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালে মেয়ের বাড়ি থেকে বের হয়ে আবদুল মন্নান খান নামের ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরীর কাউনিয়া হাউজিং এলাকা থেকে বের হয়ে দপদপিয়া ব্রিজ এলাকায় ছেলে বাড়িতে যাওয়ার কথা বলে বেড়িয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

জানা যায়, আবদুল মন্নান খান শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরীর কাউনিয়া হাউজিং এলাকার মেয়ের বাড়ি থেকে বের হয়ে দপদপিয়া ব্রিজ এলাকায় ছেলে বাড়িতে যাওয়ার কথা বলে বেড়িয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তার সন্ধান পাননি।

নিখোঁজ বৃদ্ধের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখ মন্ডল লম্বা, মুখে সাদা দাড়ি আছে, পরনে সাদা রঙের পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত ছিল। হাতে একটি লাঠি ছিল।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল : মোবাইল -০১৮৮৫৬৯৮৯২৩।