কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২ News News Desk প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক : কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানার বিশেষ অভিযানে গত ২৪ঘন্টায় জিআর, সিআর ও নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে ২২জনকে গ্রেফতার করেছে পুলিস। সম্প্রতি, কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ১, রাজিবপুর ২জন, সিআর ওয়ারেন্ট মূলে নাগেশ্বরী ১, রৌমারী ১জন। সাজা সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর থানায় ২জন এবং নিয়মিত মামলায় নাগেশ্বরী ৭, ফুলবাড়ী ২, ভূরুঙ্গামারী ১জনসহ ১৫১ধারায় নাগেশ্বরী ১, রাজিবপুর ২জনসহ মোট ২০জন আসামী গ্রেফতার করে। অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে (২৭সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫টায় ফুলবাড়ীর পানিমাছকুটি এলাকায় অটোরিক্সায় বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ফুলবাড়ীর যতিন্দ্র-নারায়ন গ্রামের মাদক কারবারি আলমগীর হোসেন ও আইয়ুব আলীদ্বয়কে ৪৯বোতল ইস্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সা জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গত ২৪ঘন্টার বিভিন্ন অপরাধে ২২জন কে গ্রেফতার করা হয়েছে। অপরাধের সাথে সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। সূত্র : বিডিক্রাইম SHARES আইন আদালত বিষয়: