বরিশালে বিএনপির রোড মার্চের উদ্ধোধনী স্থান পরিদর্শন করেন নেতৃবৃন্দ

News News

Desk

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

শামীম আহমেদ : দেশের চলমান গণতান্ত্রিক অঅন্দোলনের অংশ হিসাবে বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন,দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম ভালেদা জিয়ার মুক্তির লক্ষে ২৩ সেপ্টেম্বর বরিশাল বেলস্ পার্ক ময়দান থেকে বিভাগীয় রোড মার্চ কর্মসূচি সফল করার লক্ষে রোড মার্চের শুভ সুচনা ও উদ্ধোধনী অনুষ্ঠানের নির্ধারিত স্থান বেলস্ পার্ক মাঠ পরিদর্শন করেন বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় মাঠের অস্থায়ী মঞ্চ ও মাঠের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড.বিলকিস জাহান শিরিন,বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক,

সদস্য সচিব এ্যাড. জাহিদুল কবির জাহিদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব ও সাবেক জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন ও জেলা বিভিন্ন নেতৃবৃন্দ সহ বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু,

সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান, জিয়াউল ইসলাম সাবু, বরিশাল জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড.হাফিজ আহমেদ বাবলু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক কামরুল আহসান,সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল ইসলাম মিঠু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরীন বলেন এই ফ্যাসিস্ট অবৈধ সরকার জালিয়াতি করে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে গণতন্ত্রের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিখ্যা মামলায় বন্দি করে রেখেছে।

দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য স্বোচ্চার হয়ে উঠে তাই বিএনপি খোট ও গণতন্ত্র সহ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চুড়ান্ত আন্দোলনের অংশ হিসাবে আমরা বরিশাল বিভাগীয় রোড মার্চের মাধ্যমে দেশবাশিকে এখ্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

বিএনপি শান্তি প্রিয় দল আমরা শান্তিপ্রিয়ভাবে রোর্ড মার্চ বরিশাল খেকে শুরু করে ঝালকাঠী হয়ে পিরোজপুর গিয়ে শেষ করব।