ডেঙ্গু : বরিশাল বিভাগে মৃত্যু ২, নতুন ভর্তি ৩৮১ News News Desk প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩ অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শেবাচিমে ৫০ জনসহ বরিশাল বিভাগে ৭৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। সোমবারের (১৮ সেপ্টেম্বর) সবশেষ রিপোর্ট অনুযায়ী রবিবার বিভাগে চিকিৎসাধীন ছিল ১ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের নেছারাবাদের মো. শাওন (২৬) ও জেলার বানারীপাড়ার পারভীন বেগমের (৩৪) মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শের-ই বাংলা মেডিকেলে চলতি মৌসুমে ডেঙ্গুতে ৫০ জন সহ বরিশাল বিভাগে ৭৭ জন রোগীর মৃত্যু হলো। অপরদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্ট অনুযায়ী গত রবিবার বিভাগে চিকিৎসাধীন ছিল ১ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: