আওয়ামী লীগের সদস্য পদ থেকে আদম তমিজী হককে অব্যাহতি

News News

Desk

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

অনলাইন ডেস্ক : রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে আদম তমিজী হককে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে আদম তামিজী হককে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়াদুল কাদের বরাবর সুপারিশ করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের পাসপোর্ট আগুন দিয়ে পুড়িয়ে দেন তমিজী। একই সাথে আওয়ামী লীগ সরকাকে ভোট না দিতেও আহ্বান জানান।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন