বরিশাল পাবলিক লাইব্রেরি চালুর দাবিতে সচেতন নাগরিকবৃন্দের উন্মুক্ত বইপাঠ

News News

Desk

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

অনলাইন ডেস্ক : ১৬৮ বছরের পুরানো বরিশাল পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে উন্মুক্ত বইপাঠ কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিকবৃন্দ। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন শিবলুর সমন্বয়ে কর্মসূচিতে অংশ নেন পাবলিক লাইব্রেরি এডহক কমিটির সদস্য আমিরুল ইসলাম বুলবুল, প্রাক্তন সদস্য দেওয়ান ফখরুল ইসলাম, সামাজিক আন্দোলনকর্মী কাজী ফিরোজ, নজরুল ইসলাম, অঞ্জলী গুপ্ত, বেলাল হোসেন শান্তসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা।

নজরুল ইসলাম বলেন, পাবলিক লাইব্রেরিটি ছিল জ্ঞান চর্চার উন্মুক্ত স্থান। ছোট বেলায় যখন আমি নিয়মিত আসতাম তখন জ্ঞানী-গুণীর আনাগোনা থাকতো। অথচ এখন পাবলিক লাইব্রেরিটি একেবারে নিরব-নিস্তব্ধ।

কারা এখান থেকে লাইব্রেরিটি সরিয়ে দিয়েছে তা বোধগম্য নয়। এটি একটি গণবিরোধী কাজ। পাবলিক লাইব্রেরি জনগণের সম্পত্তি, কার অনুমতি নিয়ে এটি ভাড়া দেওয়া হয়েছে?

কাজী ফিরোজ বলেন, জ্ঞান চর্চার নিজস্ব ভবনে অতি দ্রুত পাবলিক লাইব্রেরিটি চালু করা বরিশাল বাসীর দাবি। আমরা সেই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আশা করি বরিশাল বাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে লাইব্রেরিটি চালু করে দেওয়া হবে।

শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, জনগণের জন্য করা পাবলিক লাইব্রেরিটি বন্ধ করে রাখা অন্যায়। আমাদের দাবি অতিদ্রুত পাবলিক লাইব্রেরিটি চালু করা হোক। আমরা নতুন প্রজন্ম এখন লাইব্রেরির অভাবে জ্ঞান চর্চা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা লাইব্রেরিতে ফিরতে চাই।

উল্লেখ্য, ব্রিটিশ সরকারের প্রচেষ্টায় ১৮৩৫ সালে ভারতীয় উপমহাদেশে প্রথম প্রতিষ্ঠা করা হয় কলকাতা পাবলিক লাইব্রেরি। এর ১৫ বছর পরে ১৮৫০ সালে ‘পাবলিক লাইব্রেরি অ্যাক্ট অব ইংল্যান্ড’ পাস করায় উপমহাদেশের বিভিন্নস্থানে স্থাপন করা হয় পাবলিক লাইব্রেরি।

ওই অধ্যাদেশের অধীনে ১৮৫৪ সালে বরিশালে এনেক্স ভবনের পাশে ১৭ শতাংশ জমির ওপরে প্রতিষ্ঠা করা হয় বরিশাল পাবলিক লাইব্রেরি। বর্তমানে লাইব্রেরিটি জেলা প্রশাসনের আওতায় রয়েছে। সেখানে একটি সংগঠন ভাড়া নিয়ে ব্যবহার করছে।

সূত্র : ঢাকা পোস্ট