ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ ই-পোস্ট অফিসের ডাক পিওন আটক News News Desk প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক : ঝালকাঠিতে ইয়াবাসহ ই-পোস্ট অফিসের অস্থায়ী ডাক পিওন তপন কুমার দাস ওরফে তপুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস পাওয়া যায়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরংগল এলাকার বাসা থেকে তাকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতে সদর থানায় ডিবি পুলিশের এসআই সুবর্ন চন্দ্র দে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে মামলা করেন। রাতেই তপন কুমার দাসকে সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েটি মামলা ছিল। ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক (ইনচার্জ) মো. মনিরুজ্জামান মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তপন কুমার দাস ওরফে তপুকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র : বিডিক্রাইম SHARES আইন আদালত বিষয়: