৩ দফা দাবীতে বরিশালে জাসদ মহানগর শাখার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

News News

Desk

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

শামীম আহমেদ, বরিশাল : সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা চালু ও লুটেরা, দূর্ণীতিবাজদের অভিলম্বে গ্রেফতার করা সহ দ্রব্যমূল্য উর্ধ্বগতি অভিলম্বে নিয়ন্ত্রন করার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ জাসদ বরিশাল মহানগর শাখা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর প্রানকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউন হল চত্বর সুম্মখ সড়কে বিক্ষোভ প্রতিবাদ মানববন্ধন সমাবেশ করে তারা জাসদ সংগঠন নেতৃবৃন্দ।

বরিশাল মহানগর সভাপতি হুমাউন কবীরের সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আনিচুজ্জামান আনিস বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে নির্বাচনকালীন সরকারের বিকল্প নাই।

বিগত দুটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরন করা হয়েছিল তাই এদেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না।

এখানে আরো বক্তব্য রাখেন যুবজোট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পঙ্কজ শিকারী,বরিশাল মহানগর সাধারন সম্পাদক মনতোস সিকদার,সাংগঠনিক সম্পাদক পার্থদেব মন্ডল প্রমুখ।

পরে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।