নলছিটিতে আন্তঃজেলার গরু চোর চক্রের ২ সদস্য আটক

News News

Desk

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

অনলাইন ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে আন্তঃজেলার গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা থেকে চোরাই গরু ও চোরাই কাজের একটি পিকআপসহ তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের শের আলী হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার (৩৮) ও বরিশাল কালিজিরা এলাকার কাদের জোমাদ্দারের ছেলে মো. আশিকুর রহমান (২৮)।

পুলিশ জানায়, গত শুক্রবার উপজেলার রায়াপুর এলাকার শামিম হাওলাদারের গোয়াল ঘরে তার দুইটি গরু দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে গাভি গরুটি পায় কিন্তু বাছুরটি না পেয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাতে পটুয়াখালী জেলার দুমকী থানা পুলিশের সহায়তায় চোরাই গরু ও একটি পিকআপসহ তাদের গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র : বিডিক্রাইম