বরিশালে জলবায়ু কর্মীদের সড়ক অবরোধ কর্মসূচি পালন

News News

Desk

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ক্ষতির মাত্রা বিবেচনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলায়েন্স ফর ইয়ূথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এওয়াইডি)।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পৃথিবীর প্রায় ১৫০টি দেশের সঙ্গে সংহতি জানিয়ে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করে তারা। অবরোধ কর্মসূচিতে বরিশালের ৪১টি সংগঠনের কয়েক শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উন্নত দেশে বিলাসী জীবনের দায় আমাদের নিতে হচ্ছে কারণ পৃথিবী একটাই। আমরা সবাই মানুষ একই আলো-বাতাসে লালিত হই। তাই এ বায়ুকে যারা দূষিত করে তাদের এর দায় নিতে হবে।

জল ও বায়ুর প্রতিনিয়ত দূষণের ফলাফল কতটা ভয়াবহ রূপ ধারণ করছে তা ইতোমধ্যে দৃশ্যমান। অদূর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে এখনই সচেতন পদক্ষেপ না নিলে পৃথিবী হতে পারে জীবনের অস্তিত্ব শূন্য।

অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালে সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, অ্যাডভোকেট একে আজাদ, স্বাগত বক্তব্য দেন জাতীয় যুব কাউন্সিল বরিশাল বিভাগীয় প্রতিনিধি ও এওয়াইডি কর্তৃক ক্লাইমেট স্ট্রাইক আয়োজক কমিটির আহবায়ক কিশোর চন্দ্র বালা প্রমুখ।

সূত্র : বিডিক্রাইম