পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামী-স্ত্রী‘র প্রতারণার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন News News Desk প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩ অনলাইন ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন অযুহাতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে স্বপন মৃধা ও তার স্ত্রী বৃষ্টি বেগম এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্দ এলাকাবাসি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ড সবুজনগর গ্রামে সোনামুদ্দিন বাড়ির সামনের সড়কে এ কর্মসূচিতে তৃতীয় লিঙ্গের লোকজন সহ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল করে। স্বপন মৃধা সবুজ নগর গ্রামের মৃত হাচেন আলী মৃধার ছেলে। ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সভায় স্বপন মৃধা ও বৃষ্টি বেগমের বিচার দাবী করে বক্তব্য রাখেন, ভুক্তোভাগী সেতারা বেগম, সুরমা বেগম, জবেদা খাতুন, তাজেনুর বেগম, মোশারফ শরীফ, মোঃ শাহজাহান মিয়া, তৃতীয় লিঙ্গের কাজল বেগম ও রূপালী প্রমূখ। বক্তব্যে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, সোনামুদ্দিন বাড়ি এলাকার ৪০ বছরের বেশী সময় ধরে বসবাস করে আসছি। কিন্তু স্বপন মৃধা ও বৃষ্টি বেগম জমি কখনো সরকারের কাছ থেকে, কখনো কোনো হিন্দু পরিবারের কাছ থেকে লিজ নিয়েছেন বা দলিল মূলে মালিকানা হয়েছেন এমন ভয়ভীতি দেখিয়ে ও জমির দলিল করে দেয়ার নামে বহু পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কারনে অকারণে অর্ধ শতাধিক পরিবারকে হয়রানী করে আসছেন। এছাড়া সরকারি বরাদ্দের পানী সংরক্ষণের ড্রাম ও সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেবার নামে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এব্যাপারে অভিযুক্ত স্বপন মৃধা ও বৃষ্টি বেগমের বক্তব্য নেয়ার চেষ্টা করে তাদের পাওয়া যায় নি। সূত্র : বিডিক্রাইম SHARES প্রচ্ছদ বিষয়: