বরিশালের ঝালকাঠিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

News News

Desk

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

অনলাইন ডেস্ক : ঝালকাঠি নলছিটিতে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার (৭০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

গ্রেপ্তার মজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত চানু হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ওই শিক্ষার্থীর মা তার ছোট ভাইকে নিয়ে মদরাসায় গেলে ঘরে কেউ না থাকায় একা পেয়ে মজিবর তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে মেয়েটির মা বাড়িতে আসলে ঘরের পিছনের দরজা দিয়ে মজিবর পালিয়ে যায়।এ ঘটনায় অভিযুক্ত মজিবরের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী।

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, মামলা দায়ের হওয়ার পর রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্র : বিডিক্রাইম

 


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড