পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে দুই খুন

News News

Desk

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে খুন হয়েছে সাইদুল ইসলাম সরদার (৩৫) নামে একজন ধান ব্যবসায়ী। শনিবার (৯রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে মধ্যটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, রাত সাড়ে নয়টার দিকে ৬/৭ সশস্ত্র সন্ত্রাসী ঘরের মধ্যে প্রবেশ করে তার স্বামীর মাথায় ও বুকে ছুরির আঘাতে গুরুতর জখম করে। অস্ত্রের আঘাতে খাদিজার দুই হাত জখম হয়।

খাদিজার ডাকচিৎকারে স্থানীয় লোকজনের সহায়তায় অচেতন অবস্থায় সাইদুলকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে কলাপাড়া উপজেলার লেমুপাড়া গ্রামের নিজ ঘর থেকে এক সন্তানের জননী নারগিস বেগমের (২৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাত তিন টার সময় এই লাশ উদ্ধার করে কলাপাড়া থানা পুলিশ। নিহতের বাবা আনোয়ার হোসেনের দাবি যৌতুকের কারণে মেয়ে জামাই রাজিব শ্বাসরোধ করে নারগিসকে হত্যা করেছে। এদিকে মৃত গৃহবধুর স্বামী রাজিব হাওলাদার পলাতক রয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, উভয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

সূত্র : বিডিক্রাইম