ভারতের দিল্লিতে শেখ হাসিনা-মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক হয়। এ বৈঠকে গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন তারা। এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে শেখ হাসিনা বিমান বাংলাদেশের ফ্লাইটে নয়াদিল্লিতে পৌঁছান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ও তার সফরসঙ্গীদের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বরণ করে নেন ভারতের কেন্দ্রীয় সরকারের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ। সেখান থেকে সরাসরি হোটেলে চলে যান প্রধানমন্ত্রী। কাল শনিবার থেকে নয়াদিল্লিতে শুরু হবে জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: