নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে জামায়াতের আমিরসহ আটক ১৫

News News

Desk

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার আমিরসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশে গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

পরে সেখান থেকে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকে আটক করা হয়। তাদের মধ্যে সংগঠনটির জেলা শাখার আমির মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতা রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন