পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বিসিসি’র নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের সাক্ষাৎ

News News

Desk

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল সিটির উন্নয়নে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিসিসি’র নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে পরিকল্পনামন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত মেয়র বরিশালের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

এসময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার উপস্থিত ছিলেন।

বিসিসি’র নবনির্বাচিত মেয়রের মিডিয়া সেল থেকে জানানো হয়, বরিশাল সিটির উন্নয়নে নির্বাচনী ইশতেহার অনুযায়ী নবনির্বাচিত মেয়র বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করছেন।

এই ধারাবাহিকতায় আজ পরিকল্পনামন্ত্রীর সঙ্গে স্মার্ট বরিশাল বিনির্মাণের বিষয়ে আলোচনা করেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এ সময় মন্ত্রী বরিশালের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন