এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণ : বরিশাল বোর্ডে ১৭১ শিক্ষার্থীর ফল পরিবর্তন News News Desk প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে। অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৩ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। বাকীদের মধ্যে কারও ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে। জানা গেছে, ৭ হাজার ৩৮৬ জন এসএসসি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য ২১ হাজার ৩৯৭টি আবেদন করেছিলেন। সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। উল্লেখ্য, গত ২৮ জুলাই প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ। বরিশাল বোর্ডে এবার ১৪৭৭ টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯ জন। যার মধ্যে ১৯০টি কেন্দ্রে অংশ নেয় ৯০ হাজার ১৯৬ শিক্ষার্থী। পাশ করেছে ৮১ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছিল ৪৫ জন। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES জাতীয় বিষয়: