বরিশালে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ৩

News News

Desk

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল মেট্রোপলিটন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিএমপি’র পৃথক প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি বিশেষ দল বেলতলা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মনির হাওলাদার (৪০) ও রিপন হাওলাদার (৩৩) নামে দুই জনকে আটক করে।

অপরদিকে মেট্রো গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরীর নদী বন্দর এলাকায় অভিযান চালায়। সাইফুল ইসলাম (২২) নামে একজনকে ২ কেজি গাঁজাসহ আটক করে তারা। অভিযান টের পেয়ে সাইফুলের সহযোগি একজন পালিয়ে যায়।

এসব ঘটনায় আটক ৩ জন ও পলাতক এক জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন