রাজধানীতে পৃথক অভিযানে জালনোটসহ গ্রেফতার ৪

News News

Desk

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যমানের জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হক ও চক্রের আরও তিন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঢাকার ডেমরা, খিলগাঁও ও সবুজবাগ থেকে তাদেরকে আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হকসহ চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এ সময় প্রায় অর্ধ কোটি টাকার মূল্যমানের জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন