ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে নতুন নাম হচ্ছে ‘সাইবার নিরাপত্তা আইন’ : আইনমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩

অনলাইন ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব ধারা ছিল, সেই ধারা রেখে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে।

“কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের সরকার। সেজন্য আমরা সেটাকে যেসব কারণে মিসইউজ এবং অ্যাবিউজ হয়, সেগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি আইনের মাধ্যমে।”

আনিসুল হক বলেন, এখানে বহু ধারা সংশোধন হয়েছে। এটার আজকে নীতিগত অনুমোদন হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে।

আজ সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নাম পরিবর্তন করে নতুন নাম হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। আগের আইনে জেল-জরিমানা ছিল। কিন্তু এই আইনে শুধু জরিমানা থাকবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন