বরিশালে টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত News News Desk প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩ ছবি : আব্দুল গাফার হাওলাদার অনলাইন ডেস্ক : বরিশালসহ দক্ষিণাঞ্চলে টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী বৃষ্টির পাশাপাশি নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে জনসাধারণ। টানা বৃষ্টির কারণে বরিশালে জনমানুষ চলাচল কমে গেছে। অফিস আদালত-স্কুল-কলেজে উপস্থিতিও কম। মানুষের আনাগোনা কম থাকায় দোকানপাঠে বেচাবিক্রি কম। রিকশাচালক ও দিনমজুররা পড়েছে চরম বিপাকে। এই অবস্থা আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বরিশালে। শনিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে অবিরাম। আবহাওয়া অফিসের তথ্য মতে, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২২ মিলিমিটার এবং রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে। সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৩ দিন ভারী বৃষ্টিসহ বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম। এদিকে, টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বরিশাল নগরীর প্রধান প্রধান রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা। বাড়ি ঘরেও ঢুকে পড়েছে পানি। এতে বিপাকে পড়েন অফিসসহ শিক্ষা প্রতিষ্ঠানগামীরা। নগরীতে মানুষজন চলাচল কম। এতে রিকশা চালকসহ দিন মজুররা চরম অনিশ্চয়তায় পড়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: