বরিশালে ডেঙ্গু সচেতনতায় বাইসাইকেল র‍্যালি

News News

Desk

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

অনলাইন ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ জমে থাকা পানি অপসারনের আহ্বান জানিয়ে বরিশালে হুইসেল বাজিয়ে বরিশালে বাইসাইকেল র‍্যালি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারর্স ক্লাব (বিবিডিসি)।

রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে এই বাইসাইকেল র‍্যালি শুরু হয়। র‍্যালি উদ্বোধনীতে ব্লাড ডোনারর্স ক্লাবের প্রতিষ্ঠাতা আওলাদ খান, সাব্বির আহমেদ, আলিমুর রহমান রিয়াদ, বাধন বসুু ও সোহেল রহমান নাভিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিরোধেই ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। বাসাবাড়ি নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারাণ, নিয়মিত মশার ওষুধ স্প্রে করাসহ দিনে এবং রাতে মশারী খাটিয়ে ঘুমাতে জনসাধারনের প্রতি আহ্বান জানান তারা।

উদ্বোধনী শেষে বিবিডিসি ক্লাবের ৩০ জন সদস্য অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি বাইসাইকেল র‍্যালি বের করেন। হুইসেল বাঁশি বাজিয়ে র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন