বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

News News

Desk

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. রানা মিয়া শাকিল (২১) নামের এক ফল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) সকালে নগরীর পোর্ট রোডের হোটেল সি-প্যালেসের তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত শাকিল একজন ফল ব্যবসায়ী এবং তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর এলাকায়। গত ২৪ জুলাই থেকে ওই হোটেলের কক্ষে অবস্থান করছিলেন তিনি।

হোটেল কর্তৃপক্ষ জানায়, মৃতের মামা মো. জামাল তার ভাগ্নেকে (শাকিল) একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে পারছিলেন না। পরে হোটেলের নিচে থাকা একটি ফলের আড়তে ফোন করে আসলাম নামে এক শ্রমিককে ওই হোটেল কক্ষে খোঁজখবর নিতে অনুরোধ করেন তিনি।

আসলাম হোটেল কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করে সাড়া-শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখেন ফ্যানের হুকের সঙ্গে শাকিলের মহদের ঝুলছে। বিষয়টি তিনি হোটেল ম্যানেজারকে জানান।

হোটেল কর্তৃপক্ষ কোতয়ালী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাকিলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ব্যবসায়ী নিজের কক্ষেই আত্মহত্যা করেছে বলে প্রাথামিকভাবে বোঝা যাচ্ছে। পুলিশ দরজা ভেঙে তার কক্ষে প্রবেশ করে ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ ময়না তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে বলে ওসি জানান।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন