জেনে নিন বাদাম ভর্তার রেসিপি News News Desk প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩ অনলাইন ডেস্ক : যেকোনো ধরনের ভর্তা হলে বাঙালির গরম ভাতের থালা পূর্ণ হয় যেন। ভর্তা তৈরি করা সহজ আবার খেতেও সুস্বাদু। তেমনই একটি পদ হলো বাদাম ভর্তা। বাড়িতে যদি চিনা বাদাম ভাজা থাকে তবে এটি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। চলুন তবে জেনে নেওয়া যাক বাদাম ভর্তা তৈরির রেসিপি- তৈরি করতে যা লাগবে চিনা বাদাম ভাজা- ১ কাপ পেঁয়াজ কুচি- আধা কাপ রসুন কুচি- ৩-৪ কোয়া কাঁচা মরিচ কুচি- স্বাদমতো শুকনা মরিচ ভাজা- ২টি ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো লবণ- পরিমাণমতো সরিষার তেল- ১ টেবিল চামচ। যেভাবে তৈরি করবেন ভাজা বাদামের উপরের লাল খোসা ছাড়িয়ে নিন। এরপর বাদামগুলো বেটে নিতে হবে। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, শুকনা-মরিচ, লবণ ও ধনেপাতা-কুচি চটকে নিয়ে তাতে সরিষার তেল মেশান। সব মেশানো হলে তাতে বেটে রাখা বাদাম ভালো করে মাখিয়ে নিন। ব্যাস, খুব সহজেই তৈরি বাদাম ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে বেশি ভালোলাগবে। SHARES লাইফস্টাইল বিষয়: