বরিশালের নতুন জেলা প্রশাসকের যোগদান কাল News News Desk প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশালের নতুন জেলা প্রশাসক উপ-সচিব শহিদুল ইসলাম যোগদান করবেন সোমবার (২৪ জুলাই)। রবিবার (২৩ জুলাই) বিকেলে তিনি বরিশাল সার্কিট হাউজে পৌঁছেছেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহেল মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন জেলা প্রশাসক বরিশালের বিদায়ী জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের স্থালভিসিক্ত হবেন। সব শেষ নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন নতুন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে বরিশালসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। বরিশালের বিদায়ী জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এর আগে শহিদুল ইসলাম বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড