উদ্ধারকৃত ২৭টি মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন News News Desk প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২৩ ছবি : সাজ্জাদ হোসেন হৃদয় অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন স্থান থেকে চুরি-ছিনতাই হওয়াসহ হারিয়ে যাওয়া ২৭ টি মোবাইল সেট মালিকদের হাতে তুলে দিয়েছেন বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহষ্পতিবার (২২ জুন) বেলা ১১টায় বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটগুলো তুলে দেন কমান্ডিং অফিসার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। তিনি জানান, সেটগুলো উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। কারন সেটগুলো খোয়া যাওয়ার পর একাধিক হাত ঘুরেছে। একটি সেট আমরা ১০ জন মানুষের হাত পরিবর্তন হওয়ার পরে পেয়েছি। তাই প্রকৃত দোষীদের খোঁজ পাওয়া যায়নি। এ পর্যন্ত আমরা ৮০টির ওপরে সেট উদ্ধার করেছি। ব্যবহৃত সেট কেনার আগে অবশ্যই কাগজপত্র যাচাই করে কিনতে পরামর্শ দেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ। SHARES আইন আদালত বিষয়: