বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক মিস্ত্রির মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩

অনলাইন ডেস্ক : উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে চয়ন কবিরাজ নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত চয়ন কবিরাজ উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার মৃত মকবুল কারিকরের ছেলে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো বুধবারও (১৪ জুন) একই এলাকার জুয়েল হাজির বাড়িতে কাজে যান চয়ন। বেলা ১১টার দিকে পানির মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, বিকেলে স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে বাড়িতে চলে গেছেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড