বিসিসি নির্বাচন: ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র জমা News News Desk প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩ ছবি : শহিদুল ইসলাম সুজন মোঃ শহিদুল ইসলাম সুজন, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী (সাবেক কাউন্সিলর) ও বিশিষ্টসমাজ সেবক আওয়ামী লীগ নেতা মো. জয়নাল আবেদীন মনোনয়নপত্র জমা দিয়েছেন । সোমবার (১৫ মে) নির্বাচন কমিশন অফিসে নিজে সশরীরে হাজির হয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকালে ১০ নম্বর ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক সাধারণ মানুষ নির্বাচন কমিশন অফিসের সামনে তাকে উৎসাহ দিতে থাকেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বলেন, আমি শুনেছি এবারের নির্বাচনে আমার ওয়ার্ডে আরও প্রায় ৩জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এটা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। আমি পূর্বে একবার কাউন্সিলর ও একবার কমিশনার হিসাবে ১০ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করেছি। তাই জনগণ হিসাব করবে ব্যক্তি হিসেবে এদের মধ্যে কে তাদের প্রতিনিধিত্ব করার যোগ্য? তাকেই তারা ভোট দেবে। তিনি বলেন- আমি নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও কিভাবে ওয়ার্ডবাসীর সেবা দিয়েছি তা জনগণ স্বচোক্ষে দেখেছে। আমি আশা করি আগামী নির্বাচনে কোন প্রকার পক্ষপাতিত্ব কিংবা কারচুপি না হলে আমি জনগণের বিপুল ভোটে ১০ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারবো ইনশাআল্লাহ। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড