বরিশাল জেলা পুলিশ আয়োজিত এসপি কাপ টি-টোয়েন্টির উদ্বোধন News News Desk প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩ ছবি : সাজ্জাদ হোসেন হৃদয় নিজস্ব প্রতিবেদন : জেলা পুলিশ আয়োজিত এসপি কাপ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার বিভিন্ন স্থান থেকে এই প্রথম ৩২ টি টিম এর সমন্বয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেন জেলা পুলিশ। উদ্বোধনে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, খেলা মানুষের আধ্যতৃপ্তি ঘটায়। শরীর চর্চার প্রধান হাতিয়ার হচ্ছে খেলাধুলা। তিনি আরো বলেন, আজকে যারা অংশগ্রহণ করেছেন সবার সাথে সবার সুন্দর আচার-আচরণ করতে হবে কেউ কারো মনে কোন রকমের কষ্ট দিবে না। খেলায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাজাহান হোসেন তিনি বলেন খেলাধুলা মানুষের মন কে উল্লাসিত করে। যারা খেলাধুলায় অংশ গ্রহন করেছেন তাদের সকলের সুস্বাস্থ্যের কামনা করছি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া অফিসার হুসেইন মুহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার,খেলোয়াড়বৃন্দ এবং অতিথিবৃন্দ । SHARES প্রচ্ছদ বিষয়: