বরিশালের গৌরনদীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

News News

Desk

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার (২৯ মার্চ) রাতে স্কুলছাত্রীর বাবা ইউসুফ তালুকদার গৌরনদী থানায় লিখিত অভিযোগ দেন।

লিখিত ওই অভিযোগে উল্লেখ করা হয়, গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো পাশের দেওপাড়া গ্রামের আলমগীর ফকিরের ছেলে মিরাজ ফকির।

গত বুধবার সকাল ৯ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মিরাজ ও তার সহযোগীরা ওই ছাত্রীকে বাটাজোর এলাকায় অপহরণ করে।

তবে এ বিষয়ে গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ওই ছাত্রীকে ১২ দিন আগে ঢাকায় নিয়ে যান তার বাবা।

সেখানে ওই ছাত্রী তার প্রেমিকের সাথে পালিয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। ঘটনাস্থল যেহেতু ঢাকায় সে কারণে তাদের কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানায় দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন