বরিশালের উজিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালের উজিরপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে উপজেলার সেনেরহাট সংলগ্ন উজিরপুর-ধামুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাদ্দাম উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কচুয়া এলাকার ছোমেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি স্বর্ণের দোকানের কারিগর ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার (২২ মার্চ) রাত পৌনে ১২টার দিকে সেনেরহাট সংলগ্ন উজিরপুর-ধামুরা সড়ক দিয়ে মোটরসাইকেল যাচ্ছিলেন সাদ্দাম।

এ সময় সড়কের ওপরে বালু দিয়ে ঢাকা পাইপ অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সাদ্দামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সূত্র : বিডিক্রাইম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড